রাজবাড়ী জেলার গোয়ালন্দে কিশোরী সৎ মেয়ে (১৪)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে দিলু শেখ (৪৭) নামে এক বাবুর্চিকে পুলিশ গ্রেফতার করেছে।
গত ২৭শে জানুয়ারী বিকালে গোয়ালন্দ পৌরসভাধীন দেওয়ান পাড়া এলাকায় কিশোরীর নানা বাড়ীতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দিলু শেখ একই পৌরসভাধীন কাইমদ্দিন প্রামানিকের পাড়ার মৃত রশিদ শেখের ছেলে এবং বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চি হিসেবে রান্নার কাজ করে। ধর্ষণের চেষ্টার শিকার কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, ৬বছর আগে ওই কিশোরীর পিতা সড়ক দুর্ঘটনায় মারা যায়। পরে ওই কিশোরীর মা দিলু শেখের সাথে বিয়ে বসে এবং কিশোরী কন্যাকে নিয়ে দিলু শেখের সাথে দেওয়ান পাড়াস্থ পিতার বাড়ীতে বসবাস করতে থাকে। গত ২৭শে জানুয়ারী বিকালে ওই কিশোরীর মা মেয়েকে বাড়ীতে রেখে পার্শ্ববর্তী জামতলা বাজারে পিঠা বিক্রি করতে যায়। এ সুযোগে বিকাল ৫টার দিকে দিলু শেখ বাড়ীতে গিয়ে সৎ মেয়েকে ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক শুইয়ে পরনের পায়জামা খোলার চেষ্টা করে। এ সময় ওই কিশোরী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং সৎ পিতা দিলু শেখকে আটক করে রেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে তার বর্তমান স্বামী দিলু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে।
গতকাল ২৮শে জানুয়ারী গ্রেফতারকৃত দিলু শেখকে আদালতে সোপর্দ এবং স্কুল ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com