রাজবাড়ী থানা পুলিশের অভিযানে আলীপুর থেকে ৮ জুয়ারু গ্রেফতার

স্টাফ রিপোর্টার || ২০২১-০১-২৯ ১৩:১০:৩৮

image

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে সদর উপজেলাধীন আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে ৮জন জুয়ারু গ্রেফতার হয়েছে। 

  গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮শে জানুয়ারী রাত পৌনে ৯টার দিকে আলীপুর গ্রামের মনু মিয়ার চায়ের দোকানে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। 

  এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ২ সেট তাস ও নগদ ১হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ আলীপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে সাদ্দাম হোসেন, আলী হোসেনের ছেলে কাইয়ুম সরদার, মৃত শহিদুল মিয়ার ছেলে মনু মিয়া, আঃ মজিদ সরদারের ছেলে সোলায়মান সরদার ও মৃত ওয়াজেদ মিয়ার ছেলে কামাল মিয়া এবং পার্শ্ববর্তী খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মতিন পাটোয়ারীর ছেলে নূর মোহাম্মদ পাটোয়ারী, আমিন গাজীর ছেলে রকি গাজী ও হাবিবুর রহমানের ছেলে রেজাউল। 

  এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৯শে জানুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

  এছাড়াও একই রাতে রাজবাড়ী থানা পুলিশের আরেকটি অভিযানে সি.আর-৩৫৪/১৯ নং মামলার পলাতক আসামী দাদশী ইউনিয়নের গোপীনাথদিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে ফরিদ হোসেনকে গ্রেফতার করে গতকাল ২৯শে জানুয়ারী আদালতে সোপর্দ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com