রচনা প্রতিযোগিতায় দেশের সেরা হওয়ায় প্রাক্তন শিক্ষার্থী নাইমকে সম্মাননা জানালো ইয়াছিন উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার || ২০২১-০১-৩০ ১৩:১১:৫৯

image

রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নাইম শেখ মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু  ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় সারা দেশের সেরা ২০ জনের একজন নির্বাচিত হয়ে ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা উপহার প্রদান করা হয়েছে। 

  গতকাল ৩০শে জানুয়ারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন তার অফিস কক্ষে নাইম শেখের হাতে এই সম্মাননা উপহার তুলে দেন। 

  উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু  ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় সারা দেশের সেরা ২০ জনের একজন নির্বাচিত হওয়ায় জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক রাজবাড়ী জেলা প্রশাসনের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা চেক প্রদান করে। গত ২৭শে জানুয়ারী জেলা প্রশাসক দিলসাদ বেগম আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কারের চেক হস্তান্তর করেন। নাইম শেখ বর্তমানে ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com