রাজবাড়ীতে ৩৬ হাজার করোনার ভ্যাকসিন এসে পৌঁছেছে॥আগামী ৭ই ফেব্রুয়ারী থেকে প্রদান করা হবে

স্টাফ রিপোর্টার || ২০২১-০১-৩০ ১৩:১৬:৫৫

image

রাজবাড়ী জেলার জন্য প্রথম দফায় বরাদ্দ ৩৬ হাজার কোভিড-১৯ ভ্যাকসিন এসেছে। গত ২৯শে জানুয়ারী সকালে বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে ভ্যাকসিনগুলো রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়ে আসে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন ৩৬ হাজার ভ্যাকসিন গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতিনিধিগণসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৭ই ফেব্রুয়ারী থেকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানা গেছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com