করোনা পরিস্থিতি ও আম্পান পরবর্তী সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাস

স্টাফ রিপোর্টার || ২০২০-০৫-২৮ ১৫:৩৮:৫০

image

করোনার প্রকোপে যখন সমগ্র বাংলাদেশ বিপর্যস্ত ঠিক তখনই দেশের উপর দিয়ে বয়ে যায় অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’। যার প্রভাবে লন্ডভন্ড হয়ে যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। 
  এ পরিস্থিতি সামাল দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা।
  ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কার্যক্রম, ত্রাণ তৎপরতা, ক্ষতিগ্রস্ত মানুষের ঘর-বাড়ী মেরামত, বেড়ীবাঁধ সংস্কার, পানিবন্দী মানুষদের ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে জরুরী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণসহ অন্যান্য জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে তারা। 
  অন্যদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাজারগুলোতে মাইকিংয়ের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অসহায় মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।                

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com