পাংশায় এডভোকেট ভজ গোবিন্দ’র পিতার মৃত্যু বার্ষিকী পালিত

পাংশা প্রতিনিধি || ২০২১-০২-০২ ১৫:২৭:৫৪

image

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এডভোকেট ভজ গোবিন্দ দে’র পিতা পাংশা বাজারের ব্যবসায়ী প্রয়াত বৈদ্যনাথ দে’র ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। 

  এ উপলক্ষে গত ১লা ফেব্রুয়ারী শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে ভোগ আরতি, ভগবত পাঠ, কীর্তনাদি অন্তে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

  জানা যায়, ২০০৮ সালের ২৬শে জানুয়ারী সকাল ১০টায় মাগুড়াডাঙ্গী নিজ গ্রামের বাড়ীতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন বৈদ্যনাথ দে। শাস্ত্রমতে তিথী অনুসারে গত সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৃত্যুবার্ষিকীর কর্মসূচী পালিত হয়। কীর্তন পরিবেশন করেন সুকদেব গোস্বামী।

  অনুষ্ঠানে এডভোকেট ভজ গোবিন্দ দে, নিখিল কুমার দত্ত, নির্মল কুমার কুন্ডু, অনিল কুমার বিশ্বাসসহ প্রয়াতের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com