রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি প্রদর্শনী ও মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে স্থাপিত পারিবারিক পুষ্টিবাগান পরিদর্শন করেছেন।
গত ১লা ফেব্রুয়ারী বিকেলে কৃষাণী সানজিদা খাতুন, নাজমুন্নাহার, রতনা পারভীন ও রাজিয়া সুলতানার পারিবারিক পুষ্টিবাগান পরিদর্শন করেন তিনি।
এছাড়া গম, মসুরসহ বিভিন্ন ফসলের প্রদর্শনী পরিদর্শন করেন কৃষিবিদ রতন কুমার ঘোষ। ২০২০-২১ আর্থিক বছরে রাজস্ব খাতের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এসব প্রদর্শনী স্থাপন করা হয়েছে।
এ সময় পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করিম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হেনা মোস্তফা ও মোমরেজ আলী উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com