রাজবাড়ীর দৌলতদিয়া ফেরী ঘাটে ঈদ ফেরত যাত্রীদের চাপ বৃদ্ধি

দেবাশীষ বিশ্বাস || ২০২০-০৫-২৮ ১৫:৪১:১১

image

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরী ঘাটে ঈদ পরবর্তী কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বেড়েছে। 
  গতকাল ২৮শে মে সকালে সরেজমিনে দৌলতদিয়া ফেরী ঘাটে গিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে আসা যাত্রীদের চাপ দেখা যায়। কিন্তু সীমিত আকারে চলা ফেরীগুলোতে গাদাগাদি করে যাত্রীদের পারাপারের ক্ষেত্রে কোন সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। 
  রাসেল শেখ নামে এক যাত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে এ বছর বউ-বাচ্চাদের ঢাকায় রেখে শুধু নিজে বাবা-মায়ের সাথে দেখা করার জন্য গ্রামের বাড়ীতে গিয়েছিলাম। তাদের সাথে ঈদ করে ঢাকায় ফিরে যাচ্ছি।
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, ঈদে এ বছর ঢাকা থেকে খুব বেশী মানুষ গ্রামে আসেনি। ব্যক্তিগত গাড়ী, জরুরী সেবায় নিয়োজিতসহ পণ্যবাহী পরিবহন এবং ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের পারাপারের জন্য সীমিত আকারে এই নৌরুটে ৭টি ফেরী চলাচল করছে।
  দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মুন্নাফ শেখ বলেন, ঈদ শেষে দৌলতদিয়া ফেরী ঘাট দিয়ে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা ঘাটে দায়িত্ব পালন করছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com