সাবেক এমপি আঃ মান্নানের মৃত্যু বার্ষিকীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল দোয়া মাহফিল

যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু || ২০২১-০২-০৩ ১৪:৫৭:০০

image

সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত ৩১শে জানুয়ারী ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় ভার্চুয়াল আলোচনা সভায় ড. জামিল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, কৃষিবিদ সৈয়দ মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদ্দিন আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নির্বাহী সদস্য শাহানারা রহমান, আলী হোসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, বোস্টন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইউসুফ ইকবাল, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালিব, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম, সাংগঠনিক সম্পাদক কাজল, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জামাল, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম শাহজাহান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শাহ্ সেলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাখাওয়াত বিশ্বাস, এবাদুল হক এবাদ, সৈয়দ গোলাম কিবরিয়া জামান, কামাল হোসেন রাকিব ও সাইফুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রঙ্কস বায়তুল ইসলাম জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহ মজিদী।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com