গোয়ালন্দ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ নজরুলের গণসংযোগ

মইনুল হক মৃধা || ২০২১-০২-০৩ ১৪:৫৮:৩৯

image

চতুর্থ ধাপে আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র শেখ মোঃ নিজামের ছোট ভাই শেখ মোঃ নজরুল ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

  গতকাল ৩রা ফেব্রুয়ারী সকালে গোয়ালন্দ বাজার এলাকায় পরিবারের সদস্য ও কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগকালে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভোটারদের ব্যাপক সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত। ইনশাআল্লাহ্ পৌরবাসীর ভালোবাসায় আমি সবসময় তাদের পাশে থাকতে চাই। অসহায় লোকজন সবসময় আমাকে কাছে পাবে। এখন সিদ্ধান্ত নেবেন ভোটাররা কাকে মেয়র নির্বাচিত করবেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com