বালিয়াকান্দির নারুয়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শুকনা খাবার ও কম্বল বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২১-০২-০৬ ১৩:৫১:২৩

image

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৬ই ফেব্রুয়ারী দুপুরে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ৭০টি কম্বল ও শুকনা খাবার (পরিবার প্রতি ১০ কেজি চাল,  ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিড়া, ৪ কেজি আটা ও ১ প্যাকেট করে নুডলস) বিতরণ করেন। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মবকর্তা নাসরিন সুলতানা, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com