গোয়ালন্দে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম উদ্বোধন

মইনুল হক মৃধা || ২০২১-০২-০৭ ১৪:৪৪:২৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাতে কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 

  গতকাল ৭ই ফেব্রুয়ারী দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে নিজে প্রথমে টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ। 

  এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুর রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাকির হোসেন, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) আমিনুল ইসলাম রনি,  নার্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলাতে ৩ হাজার ৮৬০ ডোজ করোনার টিকা এসে পৌঁছেছে। এর মধ্যে ১৮৪ জন এই টিকা নেয়ার জন্য আবেদন (রেজিস্ট্রেশন) করেছেন। প্রথম দিনে ২০ জনকে কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ১১ জন পুরুষ ও ৯ জন মহিলা। পর্যায়ক্রমে টিকাদানের পরিমাণ বাড়ানো হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com