গোয়ালন্দ মোড়ের টাইগার রুবেল-সুজন ইয়াবাসহ রামুতে পুলিশের হাতে গ্রেপ্তার

আশিকুর রহমান || ২০২০-০৫-০৬ ১৮:০৯:৫৭

image

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার টাইগার রুবেল ও তার বন্ধু সুজনকে ২হাজার ৪০০ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে।
  গত ৫ই মে সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করে রামু ক্রসিং হাইওয়ে থানার পুলিশ।
  টাইগার রুবেল গোয়ালন্দ মোড় এলাকার টাইগার মজিবরের ছেলে ও সুজন চর খানখানাপুর গ্রামের করিমের ছেলে।  
  রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ বলেন, একটি প্রাইভেটকারে করে ২হাজার ৪০০ পিস ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে রাজবাড়ী যাচ্ছিলো রুবেল ও সুজন। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
  ওসি আরও জানান, রুবেল ও সুজনের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com