রাজবাড়ীর দৌলতদিয়ায় এবার ধরা পড়লো ২২কেজি ওজনের বাগাইড় মাছ

হেলাল মাহমুদ || ২০২০-০৫-৩০ ১৮:৪২:৫০

image

গতকাল ৩০শে মে ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর এলাকায় পদ্মা নদীতে আব্দুর রহমান নামের এক জেলের জালে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়ে। 
  পরে জেলে রহমান মাছটি দৌলতদিয়া ঘাটের সোহেল মোল্লা নামে এক মৎস্য ব্যবসায়ীর কাছে ৯০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দেয়। 
  এ ব্যাপারে জেলে রহমান বলেন, আমি অনেকদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরি। কিন্তু এত বড় মাছ এই প্রথম আমার জালে ধরা পড়লো। আমি এতে মহাখুশী।
  সকাল ১০টার দিকে মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, আমি মাছটি ১০০০ টাকা কেজি দরে বিক্রির আশা করছি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com