রাজবাড়ী পৌরসভার নির্বাচনে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রাপ্ত ভোট

স্টাফ রিপোর্টার || ২০২১-০২-১৪ ১৩:৫১:৪৭

image

গতকাল ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত রাজবাড়ী পৌরসভার নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৮ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পাঠকদের জ্ঞাতার্থে তাদের প্রাপ্ত ভোট তুলে ধরা হলো।   

  ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর আঃ রব বিশ্বাস ওরফে রব মহুরী ব্লাকবোর্ড প্রতীকে ৭৯৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ৭জন প্রার্থীর মধ্যে ফারুক হোসেন টেবিল ল্যাম্প প্রতীকে ৭৭২ ভোট, নিজাম উদ্দিন পাঞ্জাবী প্রতীকে ৩৫২ ভোট, রাজু আহমেদ ফাইল কেবিনেট প্রতীকে ৪৩৫ ভোট, নুরুল ইসলাম পানির বোতল প্রতীকে ২০ ভোট, মোঃ আলাউদ্দিন ওরফে আলা উট পাখি প্রতীকে ৪৩৭ ভোট, শেখ মঞ্জুর ইদ্রিস ঢেঁড়শ প্রতীকে ৫১ ভোট ও লিটন দেওয়ান ডালিম প্রতীকে ৪২ ভোট পেয়েছেন। 

  ২ নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন সম্রাট পাঞ্জাবী প্রতীকে ১ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ২জন প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর এএফএম শাহজাহান ঢেঁড়শ প্রতীকে ১ হাজার ৩৫২ ভোট ও আতিকুর রহমান ফরিদ উট পাখি প্রতীকে ১২৯ ভোট পেয়েছেন। 

  ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন পাঞ্জাবী প্রতীকে ১ হাজার ৬৭৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ২জন প্রার্থীর মধ্যে যুবদল নেতা বাবলু হত্যা মামলায় কারাবন্দী সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু উট পাখি প্রতীকে ১হাজার ১০৩ ভোট ও আঃ খালেক মোল্লা টেবিল ল্যাম্প প্রতীকে ১১৬ ভোট পেয়েছেন।  

  ৪ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক আবু মোঃ হাসান টেবিল ল্যাম্প প্রতীকে ১হাজার ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ৫জন প্রার্থীর মধ্যে লিপটন হাসান রিতুল উট পাখি প্রতীকে ৭৫৩ ভোট, বাউল সালাউদ্দিন সরদার ঢেঁড়শ প্রতীকে ৪৭ ভোট, মীর জুলফিকার আলী টিটু পাঞ্জাবী প্রতীকে ৫২ ভোট, দেলোয়ার হোসেন রনি ব্লাক বোর্ড প্রতীকে ৬৯ ভোট ও অহিদুজ্জামান খান পানির বোতল প্রতীকে ৭৭ ভোট পেয়েছেন। 

  ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ উট পাখি প্রতীকে ১হাজার ৭২৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ৩ জন প্রার্থীর মধ্যে আব্দুল জলিল(এ জে মিন্টু) টেবিল ল্যাম্প প্রতীকে ৮৭৮ ভোট, এডঃ মহব্বত আলী লিটন পাঞ্জাবী প্রতীকে ৪৩১ ভোট ও কোরবান আলী ব্রিজ প্রতীকে ৫৮ ভোট পেয়েছেন। 

  ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর উট পাখি প্রতীকে ১হাজার ৪৬৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ২জন প্রার্থীর মধ্যে আব্বাস আলী সরদার টেবিল ল্যাম্প প্রতীকে ১৫৬ ভোট ও গোলাম মোস্তফা আলম পাঞ্জাবী প্রতীকে ১হাজার ২৫ ভোট পেয়েছেন। 

  ৭নং ওয়ার্ডে জহির রাজ ব্রিজ প্রতীকে ৮৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ৯জন প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান মিজান পাঞ্জাবী প্রতীকে ৮০১ ভোট, আছাদ আলী সরদার ডালিম প্রতীকে ৩৭৪ ভোট, ইমরান সরদার উট পাখি প্রতীকে ৫২৪ ভোট, রেজাউল হক রেজা টিউবলাইট প্রতীকে ৯১ ভোট, রইচ উদ্দিন খান টেবিল ল্যাম্প প্রতীকে ৮৭ ভোট, আবুল কালাম আজাদ বাবু গাজর প্রতীকে ৬৩৩ ভোট,  আব্দুল কাইয়ুম খান ঢেঁড়শ প্রতীকে ১৬ ভোট, আলী মিয়া পানির বোতল প্রতীকে ১২৭ ভোট ও মাকসুদুর রহমান ব্লাক বোর্ড প্রতীকে ২২৭ ভোট পেয়েছেন। 

  ৮ নং ওয়ার্ডে মাহবুবুর রহমান পলাশ পানির বোতল প্রতীকে ১ হাজার ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ৫জন প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর (নির্বাচিত পলাশের আপন ভায়রা ভাই) শাহ্ মোঃ জাহাঙ্গীর জলিল পাঞ্জাবী প্রতীকে ১হাজার ২৪৬ ভোট, এস.এম কাওছার মাহমুদ উট পাখি প্রতীকে ৪০৬ ভোট, ইকবাল হায়দার মিলন টেবিল ল্যাম্প প্রতীকে ১৪৫ ভোট, রিপন মন্ডল ডালিম প্রতীকে ৬৬ ভোট ও হাবীব শেখ ব্রিজ প্রতীকে ৮৮ ভোট পেয়েছেন। 

  ৯ নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম ব্রিজ প্রতীকে ১হাজার ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ৪ জন প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর আঃ সামাদ মজনু উট পাখি প্রতীকে ৭৭০ ভোট, শেখ গোলাম জামালী মিলন পাঞ্জাবী প্রতীকে ২২৯ ভোট, মকবুল হোসেন টেবিল ল্যাম্প প্রতীকে ৮৭৪ ভোট ও গোলাম রব্বানী পানির বোতল প্রতীকে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

  এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত ১নং ওয়ার্ডে (১, ২ ও ৩) বর্তমান কাউন্সিলর ফারজানা আলম ডেইজী জবা ফুল প্রতীকে ৪ হাজার ৯৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ৩ জন প্রার্থীর মধ্যে মমতাজ বেগম চশমা প্রতীকে ১হাজার ৩৫২ ভোট, হাজেরা হাকিম আংটি প্রতীকে ২হাজার ৬২৩ ভোট ও রোকেয়া বেগম আনারস প্রতীকে ৫৯৬ ভোট পেয়েছেন। 

  সংরক্ষিত ২নং ওয়ার্ডে (৪, ৫ ও ৬) সাবেক কাউন্সিলর মমতাজ বেগম অটোরিক্সা প্রতীকে ২হাজার ৭৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ৩ জন প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর শার্মীন সুলতানা পরশ জবা ফুল প্রতীকে ১হাজার ৮৭৩ ভোট, আনোয়ারা বেগম চশমা প্রতীকে ১হাজার ৯০ ভোট ও মুক্তি রাণী কর আনারস প্রতীকে ২হাজার ২৬৭ ভোট পেয়েছেন। 

  সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে(৭, ৮ ও ৯) বর্তমান কাউন্সিলর মরিয়ম কাজী আনারস প্রতীকে ৬ হাজার ৪৬৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর ৩জন প্রার্থীর মধ্যে পারভীন সুলতানা বলপেন প্রতীকে ১ হাজার ৩২৮, শিমু বেগম জবা ফুল প্রতীকে ১ হাজার ৬৮৬ ভোট ও রেহেনা বেগম চশমা প্রতীকে ৭১৯ ভোট পেয়েছেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com