চতুর্থ ধাপে গতকাল ১৪ই ফেব্রুয়ারী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মন্ডল নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে ৬ হাজার ৯০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও শেখ মোঃ নজরুল ইসলাম জগ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৮৭ ভোট। উভয়ের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ৬১৭টি। অপর প্রার্থী জাতীয় পার্টির মনোনীত সাংবাদিক হেলাল মাহমুদ লাঙ্গল প্রতীকে ১২৯ ভোট পেয়েছেন। পরাজিত ২জন প্রার্থীর সম্মিলিত ভোট ৬ হাজার ৪১৬।
তারা দু’জনে মিলেও বিজয়ী নজরুল ইসলাম মন্ডলের চেয়ে ৪৮৮ ভোট কম পেয়েছেন।
নির্বাচনে গোয়ালন্দ পৌরসভার ১৬ হাজার ৫৪৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৩২০ জন ভোট দেন (৮০.৪৯ শতাংশ)। এর মধ্যে ১১৭টি ভোট ত্রুটির কারণে বাতিল হয়।
অপরদিকে, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নিজাম উদ্দিন শেখ ডালিম প্রতীকে ১হাজার ৯১ ভোট, ২ নং ওয়ার্ডে মোশারফ আলী উট পাখি প্রতীকে ৬৩৬ ভোট, ৩ নং ওয়ার্ডে শাহীন মোল্লা টেবিল ল্যাম্প প্রতীকে ৫৩৩ ভোট, ৪ নং ওয়ার্ডে ফজলুল হক উট পাখি প্রতীকে ১হাজার ১৯২ ভোট, ৫নং ওয়ার্ডে সুজন মোল্লা টেবিল ল্যাম্প প্রতীকে ৬২৭ ভোট, ৬ নং ওয়ার্ডে কার্তিক চন্দ্র ঘোষ উট পাখি প্রতীকে ৪৮০ ভোট, ৭নং ওয়ার্ডে খলিলুর রহমান মোহন উট পাখি প্রতীকে ৪৯১ ভোট, ৮ নং আলাউদ্দিন মৃধা ডালিম প্রতীকে ৫১২ ভোট এবং ৯নং ওয়ার্ডে নাসির উদ্দিন রনি উট পাখি প্রতীকে ৮৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে সংরক্ষিত ১নং ওয়ার্ডে (১, ২ ও ৩) মাফিয়া আক্তার টফি আনারস প্রতীকে ১হাজার ৯৬২ ভোট, সংরক্ষিত ২নং ওয়ার্ডে (৪, ৫ ও ৬) সাহিদা বেগম অটোরিক্সা প্রতীকে ১ হাজার ৭৪৭ ভোট এবং সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে (৭. ৮ ও ৯) শাহনাজ আক্তার হারমোনিয়াম প্রতীকে ১ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান এই নির্বাচনের রিটার্নিং অফিসারের এবং গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দীন আহম্মেদ সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুম থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এ সময় নির্বাচনের রিটার্নিং অফিসার-সহকারী রিটার্নিং অফিসার এবং প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণসহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com