গোয়ালন্দ উপজেলার ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই!

মইনুল হক মৃধা || ২০২১-০২-১৭ ১৩:৩২:৪৫

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬২টিতেই শহীদ মিনার নেই। ফলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিবসগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের পার্শ¦বর্তী কোন শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করতে হয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা থাকলেও এ বিষয়ে এতদিনেও কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি। 

  গোয়ালন্দ উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি কলেজের একটিতেও শহীদ মিনার নেই। ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে ৫টিতে। এছাড়া ৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৬টিতে শহীদ মিনার রয়েছে। 

  এ বিষয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের সাথে আলাপকালে তারা বলেন, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকা খুবই দুঃখজনক। কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ,  শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকার পেছনে ওই সকল প্রতিষ্ঠান পরিচালনা  কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে হয়। এখানে অর্থের সংকট থাকার কথা নয়।

  কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম তালুকদার দাবী করেন, বেসরকারী থাকাকালীন অর্থ সংকটে শহীদ মিনার করা যায়নি। সরকারী হওয়ার পর এখন আমাদের ইচ্ছে মতো অর্থ ব্যয়ের কোন সুযোগ নেই।

  গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, আমরা গত ১৬ই ফেব্রুয়ারী উপজেলা পরিষদের এক সভায় সিদ্ধান্ত নিয়েছি এলজিএসপির প্রকল্পের মাধ্যমে ২০২২ সালের ২১শে ফেব্রুয়ারীর আগেই উপজেলার অবশিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করে ফেলবো। বিষয়টি খুবই জরুরী। আরো অনেক আগেই এটা হওয়া দরকার ছিল।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com