দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের প্রচন্ড ভিড়॥স্বাস্থ্যবিধি উপেক্ষিত

হেলাল মাহমুদ || ২০২০-০৫-৩০ ১৮:৫৪:৫০

image

করোনা পরিস্থিতিতে সরকারী সাধারণ ছুটি শেষে আজ ৩১শে মে থেকে থেকে সরকারী-বেসরকারী অফিস খোলায় রাজধানী ঢাকাগামী যাত্রীদের প্রচন্ড ভিড় হচ্ছে দৌলতদিয়া ঘাটে । 
  গতকাল ৩০শে মে সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, মরিয়া যাত্রীরা গাদাগাদি করে ফেরীতে উঠে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছে। এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা দূরে থাক, কোন ধরনের স্বাস্থ্যবিধিই মানা হচ্ছে না। অপরদিকে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া দেয়ার পাশাপাশি ব্যাপক ভোগান্তিও পোহাতে হচ্ছে। 
  ঢাকামুখী শামীম হাসান নামের একজন গার্মেন্টস কর্মী বলেন, বাস চলাচল বন্ধ থাকায় ফরিদপুর থেকে ২০০ টাকা ভাড়া দিয়ে মোটর সাইকেলে ঘাট পর্যন্ত এসেছি। কয়েকগুণ বেশী ভাড়া দিয়েই আমাকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে হবে। 
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, বর্তমানে ৭টি ফেরী দিয়ে যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে। যাত্রীদের প্রচন্ড চাপ থাকায় আরও ২টি ফেরী বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com