বালিয়াকান্দিতে প্রাক্তন শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট আজ॥শোভাযাত্রা

তনু সিকদার সবুজ || ২০২১-০২-১৮ ১৪:৪৫:৪৩

image

মহান একুশ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩-২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৮ই ফেব্রুয়ারী বিকালে রং-বেরংয়ের জার্সি পরে বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উল্লেখ্য, আজ ৯ই ফেব্রুয়ারী সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com