রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২১-০২-২০ ১৬:১৭:২২

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপি কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ২০শে ফেব্রুয়ারী বিকেলে পুঁইজোর বঙ্গবন্ধু বাজারে অনুষ্ঠিত হয়েছে। 

  পাট্টা ইউপি কৃষক লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা লুলু’র সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বক্তব্য রাখেন।

  তিনি বলেন, ১৫ বছর ধরে যুদ্ধ করে চলেছি। ব্যক্তিস্বার্থে আমি আদর্শ থেকে বিচ্যুত হই নাই। কৃষক লীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার- কৃষিবান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার। কৃষি ও কৃষক হচ্ছে সরকারের মূল প্রাণ। সরকার কৃষিখাতে অনেক ভর্তুকি দিচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরণে কৃষক লীগ আজ মাঠে নেমেছে। অতীতে কখনই কৃষক লীগের সম্মেলন হয়নি। সম্মেলনের মাধ্যমে তৃণমূলে কৃষক লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের গুরুত্বারোপ করেন তিনি।

  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খান, রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মাজবাড়ী জাহানারা বেগম কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম খান, কালুখালীর কৃষক লীগ নেতা আহম্মদ আলী বাদশা, পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি ও কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বকুল, পাংশা উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, পাট্টা ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী বিশ্বাস ও সাবেক ছাত্রলীগ নেতা বরকত বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাট্টা ইউপি কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস। 

  অনুষ্ঠানে কৃষক লীগ নেতা আনসার আলী মন্ডল, মাসুদ সরদার, মিজানুর রহমান ও হারুন অর রশীদ মাস্টারসহ কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  সম্মেলন শেষে নতুন কমিটি গঠন প্রসঙ্গে প্রধান অতিথি নূরে আলম সিদ্দিকী হক বলেন, সভাপতি পদে একাধিক প্রার্থী হয়েছেন। তাই আলোচনার ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে। সম্মেলন অনুষ্ঠান নেতাকর্মীদের ভিড়ে সমাবেশে পরিণত হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com