রাজবাড়ীতে ডিবি’র অভিযানে নারীসহ ২জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম করে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গতকাল ২৩শে ফেব্রুয়ারী দুপুর সোয়া ২টার দিকে এস.আই মিঠু ফকিরের নেতৃত্বে ডিবি’র একটি দল রাজবাড়ী শহরের ২নং রেলগেট এলাকার রাইস মিলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-রাজবাড়ী পৌরসভাধীন সজ্জনকান্দা এলাকার ওহেদুল ইসলামের স্ত্রী মোমেনা খাতুন ও বিনোদপুর এলাকার বেজু কুমার দাসের ছেলে লিটন কুমার দাস(৩৫)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৪ গ্রাম হেরোইনের মূল্য ৪০ হাজার টাকা বলে ডিবি জানিয়েছে।
এ ঘটনায় অভিযানে অংশগ্রহণকারী ডিবির এএসআই সামাদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com