হাইকোর্টের আদেশ অনুযায়ী একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করতে পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের আয়োজনে গতকাল ২৪শে ফেব্রুয়ারী অধিদপ্তরের কার্যালয়ে হেটোল-রেঁস্তোরা মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদের সভাপতিত্বে সভায় অধিদপ্তরের দুই সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন ও মিতা রাণী দাস, হোটেল-রেঁস্তোরা মালিকদের মধ্যে সভাপতি খন্দকার শামসুল আলম মঞ্জু, গৌতম কুমার ঘোষ, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় হাইকোর্টের রীট পিটিশন নং-১৪৯৪১/২০১৯ এর আদেশের নির্দেশনা অনুযায়ী হোটেল, মোটেল, রিসোর্ট ও রেঁস্তোরাসমূহে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com