কালুখালী উপজেলার বিকয়া পুলিশ ফাঁড়িকে পিকআপ গাড়ী দিলেন এমপি জিল্লুল হাকিম

চঞ্চল সরদার || ২০২১-০২-২৭ ১৩:৩৪:২১

image

এলাকার অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুমন্নত রাখতে নির্বাচনী এলাকার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া ফাঁড়ির পুলিশ সদস্যদের পুলিশিং কাজে ব্যবহারের জন্য ১টি পিকআপ গাড়ী প্রদান করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। 

  গতকাল ২৭শে ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানে এমপি মোঃ জিল্লুল হাকিম টাটা’র তৈরী পিকআপ গাড়ীর চাবি পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির এবং রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান হাতে হস্তান্তর করেন। 

  এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা, পাংশা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু ও পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল উপস্থিত ছিলেন। 

  গাড়ী হস্তান্তরের পর সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম উপস্থিত সাংবাদিকদের বলেন, এলাকার মানুষ যাতে শান্তিতে থাকে, নিরাপদে থাকে-সে জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য পুলিশ বাহিনীকে এই গাড়ীটি প্রদান করলাম। এর আগেও আমি পুলিশকে ২টি গাড়ী দেয়াসহ বিভিন্ন থানা-ফাঁড়ি, ক্যাম্পের জন্য জমি দিয়েছি। কারণ সরকার সীমিত সম্পদ দিয়ে সকল কিছু করতে পারে না। এ ব্যাপারে যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে পুলিশ বাহিনীর জন্য সুবিধা হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com