পাংশা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা

স্টাফ রিপোর্টার || ২০২০-০৫-৩১ ১৯:২১:৪৮

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা গতকাল ৩১শে মে সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। 
  কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ওসি আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফিউদ্দিন পাতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ ফজলে রাব্বী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাছিম আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com