রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে রাজার বাড়ী লক্ষ্মীকোলে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২১-০৩-০৪ ১৫:৪২:৫৩

image

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ৪ঠা মার্চ বিকালে রাজার বাড়ী লক্ষ্মীকোল এলাকার হানিফ সরদারের বাড়ীর প্রাঙ্গণে এই উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়। 

  জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় অতিথি বক্তা হিসেবে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ ফাতেমা নারগিস ও ইনস্ট্রাক্টর সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

  সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতাসহ গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। 

  এছাড়াও তিনি করোনার সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহণ, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ, মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় করণীয়, নারী শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। স্থানীয় অর্ধ-শতাধিক নারী-পুরুষ ও শিশু করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com