পাংশায় ভূমি অফিস পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব

মোক্তার হোসেন || ২০২১-০৩-০৪ ১৬:০১:৩৬

image

মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান গতকাল ৪ঠা মার্চ দুপুরে পাংশা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। 

  এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান এসিল্যান্ড অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন তিনি।

  জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার পর্যায়ক্রমে পাংশা মডেল থানা, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসা, পাংশা পৌরসভা ও পাংশা হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিকেলে পাংশা ডাক বাংলোতে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যাক্তিগণ এবং পাংশার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

  উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান ১৮/০৭/২০১২ থেকে ১৯/০৭/২০১৬ পর্যন্ত ৪বছর পাংশা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com