রাজবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ৭জনকে গ্রেফতার এবং ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত ৪ঠা মার্চ রাতে রাজবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৪০ পিস ইয়াবাসহ বাঁধন শেখ(২০), ৩৩ পিস ইয়াবাসহ সৌরেন কর্র্মকার(২৫) ও ১৭ পিস ইয়াবাসহ ইমতিয়াজ মাহমুদ পিয়াল(২৫) নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। এ ছাড়াও পৃথক অভিযানে রাজবাড়ী থানার পেন্ডিং একটি চুরির মামলার এজাহারনামীয় আসামী রাজু গাজী(২৬), নজরুল কাজী(৩৫) ও মতিন খান (২৭)কে এবং পুলিশ আইনের ৩৪ ধারায় শাহিন কারী (৩৩)কে এবং বিচারাধীন একটি জিআর মামলায় শরীফ সরদার (৩৫)কে গ্রেফতার করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com