ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজবাড়ীতে নানা কর্মসূচী

স্টাফ রিপোর্টার || ২০২১-০৩-০৫ ১৩:৪১:০১

image

ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। 

  কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (ভাস্কর্যে) পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণের বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ডকুমেন্টারী, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, ১০টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণের মুক্তমঞ্চে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাংকন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে ১ম স্থান অধিকারীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, একই সময়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রকাশিত বিভিন্ন বইয়ের প্রদর্শনী, একই স্থানে সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা এবং সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে নাটক মঞ্চায়ন।   

জেলা প্রশাসনের পাশাপাশি সকল সরকারী বিভাগ, জেলা তথ্য অফিস, জেলা শিল্পকলা একাডেমী ও জেলা শিশু একাডেমী এসব কর্মসূচী বাস্তবায়নের সাথে সম্পৃক্ত থাকবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com