রাজবাড়ী জেলার আরো ৪০৮ জন করোনার টিকা নিয়েছেন

স্টাফ রিপোর্টার || ২০২১-০৩-০৬ ১৫:১৪:৪২

image

গতকাল ৬ই মার্চ রাজবাড়ী জেলার আরো ৪০৮ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে ২৪১ জন পুরুষ এবং ১৬৭ জন মহিলা। 

  এ নিয়ে রাজবাড়ী জেলার মোট ২২ হাজার ৬০৫ জন করোনার টিকা নিলেন। তাদের মধ্যে ১৩ হাজার ৬৭৬ জন পুরুষ এবং ৮ হাজার ৯২৯ জন মহিলা। 

  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাজবাড়ী সদর উপজেলার ৯১ জন পুরুষ ও ৬৯ জন মহিলাসহ মোট ১৬০ জন, পাংশা উপজেলার ৬১ জন পুরুষ ও ৩৯ জন মহিলাসহ মোট ১০০ জন, কালুখালী উপজেলার ৩০ জন পুরুষ ও ২০ জন মহিলাসহ মোট ৫০ জন, বালিয়াকান্দি উপজেলার ৩৭ জন পুরুষ ও ২১ জন মহিলাসহ মোট ৫৮ জন এবং গোয়ালন্দ উপজেলার ২২ জন পুরুষ ও ১৮ জন মহিলাসহ মোট ৪০ জন করোনার টিকা নিয়েছেন। 

  উল্লেখ্য, রাজবাড়ী জেলায় ৩৬ হাজার করোনার টিকা (প্রথম ডোজ) বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ২২ হাজার ৬০৫ জন করোনার টিকা নিয়েছেন। প্রতিদিন ১ হাজার ৫শত জনকে দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে অনলাইনে নাম রেজিস্ট্রেশনকারীদের মধ্যে টিকা প্রদান করা হচ্ছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com