বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের আনন্দ উদযাপনের অংশ হিসেবে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে আজ ঐতিহাসিক ৭ই মার্চ বিকাল ৩টায় সদর উপজেলার আলাদীপুর বাজারে ‘আনন্দ উদযাপন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৬ই মার্চ দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার(প্রবিঃ) শাকুর আরিফ, জেলা বিশেষ শাখার ডিআইও-১ ইন্সপেক্টর মোঃ সাইদুর রহমান, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, পাংশা থানার ওসি শাহাদত হোসেন, কালুখালী থানার ওসি মাসুদুর রহমান, ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হকসহ জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
তিনি ‘আনন্দ উদযাপন’ অনুষ্ঠান সফল করতে সকলের উপিস্থিতি ও সহযোগিতা কামনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com