গোয়ালন্দে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২১-০৩-০৬ ১৫:২৯:২৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল ৬ই মার্চ সকালে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। 

  সকাল ৯টায়  গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী। 

  কোর্ট চত্বর থেকে ৫কিলোমিটারের ম্যারাথন শুরু হয়ে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের মাঠে গিয়ে শেষ হয়। অনলাইনে রেজিস্ট্রেশনকৃত ও রেজিস্ট্রেশন বহির্ভূত প্রায় দেড় হাজার মানুষ ম্যারাথনে অংশগ্রহণ করেন। 

  এরপর দেবগ্রাম ইউনিয়ন পরিষদের মাঠের সমাপনী অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। 

  আলোচনা পর্বের শেষে অতিথিগণ ম্যারাথনের ১ম ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন। শাকিব নামে একজন ইলেকট্রিশিয়ান ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন।  

  উল্লেখ্য, ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য পানির ব্যবস্থা রাখার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবী স্কাউটস সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com