স্বাধীনতার মাসে রাজবাড়ীর এড়েন্দায় মুক্তিযোদ্ধা ক্যাম্পে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার || ২০২১-০৩-০৬ ১৫:৩০:৪৮

image

বাংলাদেশের স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এড়েন্দা গ্রামের দত্ত বাড়ী মুক্তিযোদ্ধা ক্যাম্পে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে। 

  গতকাল ৬ই মার্চ বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী। 

  মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের জমিদাতা প্রীতিশ কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এলজিইডি রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম রব্বানী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম বাকাউল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম।  

  রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস জানান, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে প্রীতিশ কুমার দত্তের দানকৃত ৮শতাংশ জমির উপর ৩৩ লক্ষ ২৫হাজার টাকা ব্যয়ে এড়েন্দা দত্ত বাড়ী মুক্তিযোদ্ধা ক্যাম্প মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধটি নির্মাণ করা হচ্ছে। এলজিইডি’র তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রহিমা এন্টারপ্রাইজ আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com