বালিয়াকান্দিতে পুলিশের আনন্দ উদযাপন অনুষ্ঠান

তনু সিকদার সবুজ || ২০২১-০৩-০৭ ১৬:৩৭:৪৪

image

ঐতিহাসিক ৭ মার্চ ও এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান করেছে পুলিশ। 

  বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে গতকাল রবিবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

  প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। 

  বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কল) শেখ শরীফ-উজ-জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াসসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com