রাজবাড়ীতে বিচার বিভাগের উদ্যোগে ৭ই মার্চ উদযাপন

দেবাশীষ বিশ্বাস || ২০২১-০৩-০৭ ১৬:৩৯:৩০

image

রাজবাড়ী জেলা বিচার বিভাগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। 

  এ উপলক্ষে গতকাল ৭ই মার্চ দুপুরে জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

  জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ পারভেজ শাহরিয়ার ও যুগ্ম-জেলা ও দায়রা জজ সিরাজ জিন্নাত প্রমুখ বক্তব্য রাখেন। 

  জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা বলেন, হঠাৎ করেই ৭ই মার্চের অনুষ্ঠান করার নির্দেশনা আসে। আমি হৃদয় দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বললে তিনি সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন। দীর্ঘ দিন পরে হলেও জাতীয়ভাবে দিবসটি পালন করা হচ্ছে। ৭ই মার্চ বাঙালী জাতির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি ছিল আমাদের স্বাধীনতার ঘোষণা। 

  অনুষ্ঠানে জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com