রাজবাড়ী থানা পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত সবুজ শেখ(৩৫) নামে পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে।
গত ৮ই মার্চ দুপুরে ঢাকার সাভার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ শেখ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের খালেক শেখের ছেলে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত বছরের (২০২০) ৯ই জানুয়ারী কুষ্টিয়ার একটি আদালতে মাদক মামলায় সবুজ শেখের ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয়। তার আগে থেকেই সে পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই হিরন কুমার বিশ^াসের নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। গতকাল ৯ই মার্চ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com