রাজবাড়ীতে সাপ-কুকুরের লড়াইয়ে প্রাণ গেল দু’জনেরই

আবুল হোসেন || ২০২১-০৩-০৯ ১৬:১৮:২৭

image

কুকুর যে খুব প্রভুভক্ত প্রাণী তা বিষাক্ত সাপের সাথে লড়াই করে জীবন দেয়ার মাধ্যমে আবারও প্রমাণ পাওয়া গেল।

  আদরের কুকুরকে চোখের সামনে বিষের যন্ত্রণায় ছটফট করে মরতে দেখে কেঁদেছে কুকুরটির মনিব পরিবার ও তাদের প্রতিবেশীরা। অবশ্য তারা বিষাক্ত গোখরাটিকেও পিটিয়ে মেরে ফেলে। গত সোমবার রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। 

  জানা গেছে, জুড়ান মোল্লার শহীদ কাজীর ছেলে সুজনের খুব আদরের পোষা কুকুরটি সোমবার রাত ৮টার দিকে প্রায় পৌনে ৩ হাত লম্বা গোখরা সাপটিকে কামড়ে ধরে বাড়ীর মধ্য হতে রাস্তার উপর নিয়ে আসে। সেখানে সাপ-কুকুরের মধ্যে চলে প্রাণঘাতী লড়াই। এ সময় স্থানীয় মুদী দোকানী সিদ্দিক শেখ, রমজান আলী, সাহিদা বেগম, রোজিনা বেগম, নীরব রাজ, শিমুল খানসহ অনেকেই জড়ো হয়েল কেউ কাছে ভেড়ার সাহস করেনি। লড়াইয়ের মাঝে সাপটি কয়েকবার কুকুরটিকে ছোবল মারে। এতে কুকুরটি অল্প সময়ের মধ্যে দুর্বল হয়ে পড়ে। এ পর্যায়ে সাপটি বিজয়ীর বেশে চলে যেতে চেষ্টা করলে মুদী দোকানী সিদ্দিক শেখ সাহস করে দোকানের ঝাপের লাঠি নিয়ে আঘাত করে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com