রাজবাড়ী থানা পুলিশের অভিযানে পাবনার আমিনপুর থানাধীন সাগরকান্দি এলাকা থেকে মাদক মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজু আহম্মেদ(৪০) গ্রেফতার হয়েছে।
এসআই হিরন কুমার বিশ্বাস এবং এসআই হোসাইন শেখ সঙ্গীয় ফোর্সসহ গত ১০ই মার্চ রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজু আহম্মেদ রাজবাড়ী শহরের বিনোদপুর লোকসেড এলাকার মৃত দরবেশ খাঁর ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ২০২০ সালের ৭ই নভেম্বর পাবনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালত মাদকের একটি মামলায় রাজু আহম্মেদকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে। রায় ঘোষণার আগে থেকেই সে আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে আরো একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com