বালিয়াকান্দি ইসলামপুর ইউপির বাজেট ঘোষণা

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২০-০৬-০১ ১৪:৪৮:১৮

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল সোমবার সকালে ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
  উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ মনিরুজ্জামান রানা। 
  এ অর্থ বছরে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯২ লক্ষ ৫৩ হাজার ২ শত ৩২ টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে আসবে ৩৯ লক্ষ ৪ হাজার ৩ শত ৩২ টাকা ও উন্নয়ন খাত থেকে আয় হবে ১ কোটি ৫৩ লক্ষ ৪৮ হাজার ৯ শত টাকা। 
  মোট ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৮৬ লক্ষ ৫৭ হাজার ৩ শত ৩২ টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে ব্যায় হবে ৩৩ লক্ষ ৮ হাজার ৪শত ৩২ টাকা ও উন্নয়ন খাত থেকে ব্যায় হবে ১ কোটি ৫৩ লক্ষ ৪৮ হাজার ৯শত টাকা। উদ্বৃত্ত ৫লক্ষ ৯৫ হাজার ৯শত টাকা।
  এ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ হান্নান মোল্যা, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহম্মেদ মিনু ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com