গোয়ালন্দে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১৩জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১লা জুন বিকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন করতে গোয়ালন্দ বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক না পরাসহ অন্যান্যভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ১৩ জনকে মোট ১৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। সেনা ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com