রাজবাড়ী জেলা কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক হত্যা দিবস’ পালিত

স্টাফ রিপোর্টার || ২০২১-০৩-১৫ ১৬:৫৫:৫৩

image

রাজবাড়ী জেলা কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক হত্যা দিবস’ পালিত হয়েছে। 
  এ উপলক্ষে গতকাল ১৫ই মার্চ সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
  জেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ আবু বককার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, রাজবাড়ী পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন রনি ও মেহেদী হাসান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
  জেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ আবু বককার খান বলেন, ১৯৯৫ সালের ১৫ই মার্চ তৎকালীন বিএনপি সরকারের নির্দেশে দেশব্যাপী সার-বীজের দাবীতে আন্দোলনরত কৃষকদের নির্মমভাবে গুলি করে হত্যা করাসহ অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন চালানো হয়। এরপর থেকে বাংলাদেশ কৃষক লীগ প্রতি বছর দিনটিকে ‘কৃষক হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com