পাংশায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২১-০৩-১৭ ০৩:২০:২৯

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ এবং “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপনে গতকাল ১৬ই মার্চ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী মোঃ চাঁদ আলী খান, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তরুন কুমার পাল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
  প্রস্তুতি সভায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ এবং “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপনে পৃথক কর্মসূচী গ্রহণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com