পাংশায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

মোক্তার হোসেন || ২০২১-০৩-১৮ ১৫:২৬:১৪

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের মাঝে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ-২০২১ উদ্বোধন করা হয়। 

  উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।

  গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ চত্বরে পাট বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী যথাযথ প্রক্রিয়ায় পাট বীজ ও সার বিতরণ নিশ্চিতকরণে দিকনির্দেশনা প্রদান করেন। পাংশা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com