রাজবাড়ীতে পুলিশের অভিযানে ৮বছর পালিয়ে থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী রতন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২১-০৩-২০ ১৫:২৮:৩৭

image

নাবালিকা শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় ৫বছরের সাজাপ্রাপ্ত হয়ে ৮বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকার পর রতন শেখ(৪৫) নামে এক আসামী রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। 

  থানার এসআই হিরন কুমার বিশ^াসের নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি দল গত ১৯শে মার্চ দিবাগত রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলাধীন সূর্যনগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রতন শেখ পাশর্^বর্তী নাওডুবি গ্রামের হালিম শেখের ছেলে। 

   ধারাবাহিকভাবে অসংখ্য সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের পলাতক আসামী গ্রেফতার করে খ্যাতি অর্জনকারী এসআই হিরন কুমার বিশ^াস জানান, ২০১২ সালের নাবালিকা শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে রতন শেখের ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরপর থেকে দীর্ঘ ৮ বছর সে পলাতক ছিল। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com