করোনা ভাইরাস পরিস্থিতির কারণে লকডাউনে থাকা দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মী ও শিশুদের মধ্যে ‘শাপলা মহিলা সংস্থা (এসএমএস)’ নামে পতিতাপল্লী কেন্দ্রীক একটি এনজিওর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ২রা জুন সকালে দৌলতদিয়া রেলস্টেশনের পাশে পতিতাপল্লীর ৮৭০ জন যৌনকর্মী ও তাদের ৮০ জন শিশু সন্তানের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, এডুকো বাংলাদেশের প্রজেক্ট অফিসার আনোয়ার হোসেন, শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, পায়াক্ট বাংলাদেশ-এর দৌলতদিয়া কার্যালয়ের ইনচার্জ এস.কে রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
যৌনকর্মীদের মধ্যে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১লিটার তেল, ১টি সাবান, ১টি করে মাস্ক এবং শিশুদের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১কেজি করে চিনি, ৫০০ গ্রাম সুজি, ২৫০ গ্রাম গুড়া দুধ ও দুই প্যাকেট করে বিস্কুট।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com