মুক্তিযুদ্ধের গল্প শুনলো রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৩-২৩ ১৪:৩৭:০৩

image

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের কথা শোনালেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। 

  গতকাল ২৩শে মার্চ সকালে তিনি সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত ‘একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনা’ শীর্ষক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়কালে শত্রুপক্ষের বাধা, বঙ্গবন্ধুর আহ্বানে সংঘটিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, প্রতিরোধ যুদ্ধসহ যুদ্ধকালীন বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। 

  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক জুবায়েরা জহুর, শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, আব্দুল মান্নান, আবু সাঈদ ও সুকুমার বিশ^াসসহ ২শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনানোর পাশাপাশি বলেন, তোমরাই পারবে ঘুষ-দুর্নীতিমুক্ত দেশ গড়তে। ঘুষ-দুর্নীতিকে বাংলার মাটিতে কবর দেয়া হবে।

  তিনি আরও বলেন, যারা ভোট দেয় তাদের ভাগ্য পরিবর্তন হয় না- আমরা যারা ভোট নেই তাদের ভাগ্য পরিবর্তন হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com