গোয়ালন্দে কৃষকদের মাঝে পাটবীজ ও সার বিতরণ

মইনুল হক মৃধা || ২০২১-০৩-২৩ ১৪:৪০:৪২

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ২৩শে মার্চ বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।

  উপজেলা কৃষি অফিস জানায়, এ উপজেলায় এ বছর ১৬শ’ ৫০ জন কৃষককে এ সহায়তা দেয়া হচ্ছে। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে কৃষক প্রতি ১ কেজি করে পাট বীজ, ইউরিয়া সার ৬ কেজি, টিএসপি ৩ কেজি এবং এমওপি সার কেজি।

  বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ছোটভাকলা ইউনিয়নের কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি। 

  ইউএনও মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান প্রমুখ। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com