রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রহমান মন্ডলকে হত্যা চেষ্টা মামলার এজাহারভূক্ত আরো ২জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ মামলার এজাহারভুক্ত ১০ নম্বর আসামী শাওন মন্ডল(২২) ও ১১নম্বর আসামী মাসুদ মোল্লা(২৮)। মাসুদ মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাবু মোল্লার ছেলে ও শাওন মন্ডল দৌলতদিয়ার মজিদ শেখের পাড়ার আইয়ুব মন্ডলের ছেলে।
গত ২২শে মার্চ রাতে পুলিশ রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এর আগে এ মামলার ৬নং আসামী গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক লিয়াকত হোসেনকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৩জনে।
উল্লেখ্য, গত ১৯শে মার্চ রাতে গোয়ালন্দ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় চেয়ারম্যান আব্দুর রহমানের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যানের চাচাত ভাই আরিফ মন্ডল বাদী হয়ে গত ২০শে মার্চ গোয়ালন্দ ঘাট থানায় ১৬জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
মামলার এজাহারনামীয় অপর আসামীরা হলো মুনছুর বেপারী, উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি এবিএম বাতেন, সজীব, জীবন, লিয়াকত হোসেন, গৌতম, নাবিল, রাজ্জাক, রুবেল, মোস্তফা, রাকিব প্রামানিক, বাবু মোল্লা ও শামীম। আসামীরা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের সাথে জড়িত বলে জানা গেছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃত আসামীদের গতকাল ২৩শে মার্চ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com