গোয়ালন্দে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব সমাপ্ত

স্টাফ রিপোর্টার || ২০২১-০৩-২৪ ১৬:৩৮:০১

image

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২৪শে মার্চ অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

  গোয়ালন্দ উপজেলা থেকে ৪০ জন অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করে। 

  রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা’র  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অটিস্টিক ও  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার। 

  সম্মানিত অতিথি ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম ও গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সেখ। 

  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ক্রীড়াবিদ ও বিশেষ শিশুদের উপস্থিতিতে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com