 
                          
                    রাজবাড়ী জেলার কালুখালীতে গতকাল বৃহস্পতিবার বিকালে রতনদিয়া বাজার শ্রী শ্রী সার্বজনীন কালি ও দূর্গামন্দির প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বক্তব্য রাখেন।
কালুখালী উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুল গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, রতনদিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, রতনদিয়া বাজার মন্দিরের পুরোহিত তনয় চক্রবর্তী শম্ভু ও অজিত কুমার প্রামানিক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি শান্তি প্রিয় দেশ। এদেশে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। আমাদের এই সম্পর্ক কেউ নষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com