হেফাজতের হরতালে রাজবাড়ীতে প্রভাব পড়েনি॥স্বাভাবিক ছিল যানবাহন চলাচল

চঞ্চল সরদার || ২০২১-০৩-২৮ ১৭:১৭:২২

image

রাজবাড়ীতে গতকাল ২৮শে মার্চ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব চোখে পড়েনি। মাঠে দেখা যায়নি হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকদের।  

  সকাল থেকেই দেখা গেছে দোকানপাট ও অফিস-আদালত খুলেছে। বাসসহ সড়কে-মহাসড়কে স্বাভাবিক ছিল সব ধরনের যান চলাচল। এসব যানবাহনের চালক-শ্রমিকসহ যাত্রীদের মধ্যে কোন উদ্বেগও দেখা যায়নি। শেষ সময় পর্যন্ত হরতালের সমর্থনে কোন পিকেটিং বা অন্য কোন তৎপরতা পরিলক্ষিত হয়নি। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। 

  রাজবাড়ী শহর এলাকায় চলাচলকারী রিক্সা-অটোরিক্সা চালকরা জানান, তারা স্বাভাবিক দিনের মতই চলাচল করেছেন। কোথাও কোন বাঁধার মুখে পড়েননি।

  রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, হরতালের সমর্থনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com